৪০৯ কোটি টাকা পাচার জামিন নিতে আসা চট্টগ্রামের ব্যবসায়ী আবুকে পুলিশে দিলেন হাইকোর্ট

রোববার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন

৪০৯ কোটি টাকা পাচার জামিন নিতে আসা চট্টগ্রামের ব্যবসায়ী আবুকে পুলিশে দিলেন হাইকোর্ট
৪০৯ কোটি টাকা পাচার জামিন নিতে আসা চট্টগ্রামের ব্যবসায়ী আবুকে পুলিশে দিলেন হাইকোর্ট

ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালান এবং ৪০৯ কোটি টাকা পাচারের মামলায় জামিন নিতে আসা চট্টগ্রামের আবু আহম্মেদ ওরফে আবুকে (৪৯) শাহাবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম আবুল হোসেন ও মো. হাবিবুর রহমান। আর দুদকের পক্ষে আইনজীবী শাহীন আহমেদ। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালান এবং ৪০৯ কোটি টাকা পাচারের মামলায় জামিন নিতে আসা চট্টগ্রামের আবু আহম্মেদ ওরফে আবুকে (৪৯) শাহাবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, সিআইডির ইকোনমিক ক্রাইম স্কোয়াড অর্গানাইজডের উপ-পুলিশ পরিদর্শক হারুন উর রশিদ বাদী হয়ে ২০২০ সালের ১৮ই মার্চ কোতোয়ালি থানায় আবুর বিরুদ্ধে মামলা করেন। তার কর্মচারীসহ ২০ সহযোগীর বিরুদ্ধে ৪০৯ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ মামলাটি করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom