হাসনাত সাহসী কিন্তু কৌশলী নয়, তার নিরাপত্তা খুব বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে, ফেসবুক পোস্টে মারুফ কামাল খান

প্রথম নিউজ, অনলাইন: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার জ্যামে আটকে থাকা গাড়িবহরে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আর এ ঘটনায় স্তম্ভিত লেখক, সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
হাসনাতের ওপর হমালা নিয়ে সোমবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মারুফ কামাল খান। যেখানে হাসনাতের নিরাপত্তা খুব বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে বলে জানান তিনি।
ফেসবুক পোস্টে মারুফ কামাল খান লিখেন, ‘হাসিনার ফ্যাসিবাদী রেজিম উৎখাতের আন্দোলনের অন্যতম অগ্রণী ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে সন্ত্রাসীদের হামলা এবং তার আহত হবার ঘটনায় আমি স্তম্ভিত। এর আগেও তার ওপর হামলা হয়েছে।’
তিনি আরও লিখেন, ‘সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু বিশেষ কারণে যাদের নিরাপত্তা বেশি ঝুঁকিপূর্ণ তাদের নিরাপত্তা বিধানে রাষ্ট্রকে বিশেষ গুরুত্ব দিতে হয়।’
বারবার হাসনাতের ওপর হামলার কারণ হিসেবে তিনি লিখেছেন, ‘হাসনাত সাহসী কিন্তু কৌশলী নয়। ফ্যাসিস্ট রেজিম উৎখাতে ভূমিকার কারণে তার নিরাপত্তা এমনিতেই ঝুঁকিপূর্ণ। এরপরেও সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে উচ্চকণ্ঠ। সেনাপ্রধান সম্পর্কেও কিছুদিন আগে কিছু মন্তব্য করে সে বিতর্কের জন্ম দিয়েছিল। এমন একটি চরিত্রকে আঘাত করে যে-কেউ সে দোষ অন্যের ওপর চাপাতে পারে। তাই হাসনাতের নিরাপত্তা খুব বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে।’
হাসনাতের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেন, ‘তরুণ হাসনাতেরা অনেক ভুল করেছে, বিতর্কের জন্ম দিয়েছে। কিন্তু তারা দেশকে মুক্ত করতে যে ভূমিকা রেখেছে তা অতুলনীয়। আজ যে ইন্টেরিম সরকার ক্ষমতায় সে সরকারও হাসনাতদের আন্দোলনের বিজয় ছাড়া প্রতিষ্ঠিত হতে পারতো না। সেই সরকারের আমলেই হাসনাতেরা বারবার আক্রান্ত হচ্ছে। এটা মানা যায় না। যারা হাসনাতদের গায়ে হাত তোলার দুঃসাহস দেখিয়েছে তাদেরকে দ্রুত চিহ্নিত ও পাকড়াও করে এমন সাজা দিতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে।’