সহিংসতা বন্ধসহ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে শাহবাগে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন

পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে  আজ শনিবার রাজধানীর শাহবাগ চত্বরে গণঅনশন চলছে।

সহিংসতা বন্ধসহ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে শাহবাগে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন
শাহবাগে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন

প্রথম নিউজ, ঢাকা: সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে দেশের প্রতিটি পৌরসভা, উপজেলা, জেলা ও মহানগরে দিনব্যাপী গণঅনশন কর্মসূচি পালন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে  আজ শনিবার রাজধানীর শাহবাগ চত্বরে গণঅনশন চলছে।

মনীন্দ্র জানান, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে বর্তমান সরকারি দলের প্রতিশ্রুতি ছিল—সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন; জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন; অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন; পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন; সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন। এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় পরিষদ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom