সিলেটে চিনি চোরাকারবারি: ছাত্রলীগের শীর্ষ নেতাসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা
রোববার (১৩ আগস্ট) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ম আদালতের বিচারক সাইফুর রহমান ভূঁইয়া অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
প্রথম নিউজ, সিলেট: কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট প্রবাল চৌধুরীর ওপর হামলার ঘটনায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতাসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ম আদালতের বিচারক সাইফুর রহমান ভূঁইয়া অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও মামলার বাদী অ্যাডভোকেট প্রবাল চৌধুরী।
এজাহার নামীয় আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ এবং সিসিকের ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রুহেল আহমদ,সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিছবাউল করিম রফিক। তারা ছাড়াও ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন অ্যাডভোকেট প্রবাল চৌধুরী। পাশাপাশি মামলায় অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়।
মামলার বাদী জানান, মামলার আসামিরা সিলেটের চিনি চোরাকারবারি ব্যবসার সঙ্গে জড়িত। একই সঙ্গে তারা অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করায় আমি ফেসবুকে পোস্ট করি। এরই ধারাবাহিকতায় আসামিরা আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলার সময় আসামিরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আমি অভিযোগ দাখিল করলে আদালত অভিযোগটি আমলে নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানাকে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় প্রবাল চৌধুরীর উপর হামলা হয়।হামলার সময় হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন অ্যাডভোকেট প্রবাল চৌধুরী।