সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ও তেল স্থাপনা লক্ষ্য করে হামলা
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি এ তথ্য জানিয়েছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পূর্ব সিরিয়ার তানফ এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে। এ অঞ্চলটিতে সিরিয়া, জর্ডান ও ইরাকের সীমান্ত এসে মিশেছে। এছাড়া মার্কিনীদের নিয়ন্ত্রণে থাকা একটি তেল স্থাপনায়ও ড্রোন হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, দুটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই গুলি করে ভূপাতিত করা হয়েছে। অপরটি সামরিক ঘাঁটিটিতে আঘাত হানতে সক্ষম হয়। এতে কিছু সরঞ্জামাদি বিনষ্ট হয়েছে।
অবজারভেটরির প্রধান রামি আব্দুররহমান নিশ্চিত করেছেন যে কোনোকো পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ইরাকের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে গত মঙ্গলবার পৃথক একটি ড্রোন হামলায় কয়েকজন সেনা সামান্য আহত হয়েছেন। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলের দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে। কারণ যুক্তরাষ্ট্র ইসরাইলকে সহযোগিতা করতে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠিয়েছে।
গাজার ৫টি হাসপাতালেই সেবা বন্ধ
ইসরাইলের বোমা হামলায় গাজার পাঁচটি হাসপাতাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে গেছে সেবা কার্যক্রম। বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসের একটি হাসপাতালে ব্যাপক বোমা হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছরেরও কম বয়সী তিনটি শিশুও রয়েছে।
লোকজন চিকিৎসা ও নিরাপদ আশ্রয় পেতে ওই হাসপাতালে অবস্থান নিয়েছিলেন। আল-আমাল হাসপাতালটি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সূত্র : আলজাজিরা