সরকার নতজানু ও অপদার্থ: মির্জা ফখরুল

আজ বুধবার রাজধানীর লেডিস ক্লাবে জাতীযতাবাদী যুবদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। যুবদলের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সরকার নতজানু ও অপদার্থ: মির্জা ফখরুল

প্রথম নিউজ, ঢাকা: নতজানু ও অপদার্থ সরকার মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহারের জন্য এখন ভারতের কাছে সাহায্য চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ প্রত্যাহারের জন্য আমরা ভারতের সহযোগিতা চেয়েছি। এমনকি সংশ্লিষ্ট প্রবাসীদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। 

আজ বুধবার রাজধানীর লেডিস ক্লাবে জাতীযতাবাদী যুবদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। যুবদলের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, যাদের কুকর্মের কারণে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ব্যাপারে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি। পক্ষান্তরে দেশের পররাষ্ট্র নীতি ও সরকার কতটুকু অযোগ্য, ব্যর্থ হলে নিষেধাজ্ঞা আরোপ প্রত্যাহারে অন্যের সহযোগিতা চাইতে পারে! নিউমার্কেটে ব্যবসায়ী-ছাত্রদের সংঘর্ষের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সংঘর্ষে জড়িত ছাত্রলীগ প্রমাণিত সত্য ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বরং বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষকে বাঁচাতে, দেশকে রক্ষা করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করতে হবে। দেশের মানুষ কে জাগিয়ে তুলতে হবে। দেশের মানুষ যুবসমাজের দিকে তাকিয়ে আছে। এসময় সরকার পতন আন্দোলনের জন্য যুবদল নেতা কর্মীদের জেগে উঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।


যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটর সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসানসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom