সরকারের পতন নিশ্চিতে ময়দানে ঐক্যের ডাক

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খেলাফত মজলিসের উদ্যোগে ‘জাতীয় সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে নেতারা এসব কথা বলেন। 

সরকারের পতন নিশ্চিতে ময়দানে ঐক্যের ডাক

প্রথম নিউজ, অনলাইন: ক্ষমতাসীন সরকারের পতন নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, সরকার পতনের আন্দোলনের ডাক এলে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। এজন্য ময়দানে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খেলাফত মজলিসের উদ্যোগে ‘জাতীয় সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে নেতারা এসব কথা বলেন। 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, লড়াই ছাড়া কোনো কিছু অর্জন হয় না। জালেমের সঙ্গে কোনো আপস হবে না। পাতানো নির্বাচন দিয়ে এ সরকারের পতন হবে না। আন্দোলনের ডাক দিতে হবে। 

সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, ইসলাম বাঁচাও, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও- আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় সংকটের শুরু ২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচন বানচালের মধ্য দিয়ে। এ সংকট দেশের বাইরে থেকে সৃষ্টি করা হয়েছে।

বৈঠকে আরও বক্তৃতা করেন খেলাফত মজলিসের মাওলানা আহমদ আলী কাসেমী, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক আশরাফ আলী আঁকন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, গণঅধিকার পরিষদের (একাংশ) নুরুল হক নুর, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।