স্বর্ণের দাম কমল

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্বর্ণের দাম কমল
স্বর্ণের দাম কমল

প্রথম নিউজ, অনলাইন : ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমল স্বর্ণের দাম। এরফলে সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ ২২ ক্যারটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯২ হাজার ২৬২ টাকা। রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  নতুন দাম অনুযায়ী- রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৯২ হাজার ২৬২ টাকা। এর আগে যা ছিল ৯৩ হাজার ৪২৯ টাকা। ফলে ভরিতে কমেছে ১ হাজার ১৬৭ টাকা। 

নতুন দাম অনুসারে ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে করা হয়েছে ৮৮ হাজার ৬৩ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৯৯২ টাকা। এখন কিনতে লাগবে ৭৫ হাজার ৪৬৬ টাকা।  সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪৬৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৮৬৯ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৪শ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: