স্কুল পরিচালনা কমিটির সদস্য নির্বাচন নিয়ে হামলায় বৃদ্ধ নিহত

বেশাইনখান বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্কুল পরিচালনা কমিটির সদস্য নির্বাচন নিয়ে হামলায় বৃদ্ধ নিহত

প্রথম নিউজ, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নির্বাচন নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে বেশাইনখান বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহআলম (৫৫) ওই এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। এ ঘটনায় মূল হোতা কির্ত্তীপাশা ইউপি সদস্য নীরু হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

নিহতের ভাই মো. মনির হোসেন জানান, সোমবার (১৮ এপ্রিল) বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুটি প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন স্থানীয় ইউপি সদস্য নীরু হাওলাদার ও কৃষক শাহআলম। নির্বাচনে শাহআলম জয়ী হওয়ায় তারা হামলার পরিকল্পনা করেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে বেশাইন খান বাজারে কয়েকটি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় নীরু হাওলাদারের লোকজন। এ সময় শাহআলমকে সামনে পেলে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে নীরু, হিরু, রিমু, সোহেল, রাসেল, রাহাত, নান্নু খানসহ ২৮-৩০ জন। তাদের হামলায় মুমূর্ষু অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শাহআলম। স্থানীয়রা আমাকে খবর দিলে বাড়ি থেকে বের হয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নীরু হাওলাদারকে আটক করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভাই শাহআলম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন মনির। তিনি আরো জানান, এ হত্যাকাণ্ডের পরিকল্পনা ও মোটরবাইক জোগান দিয়েছে আল মামুন। তাকেসহ হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নীরু হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom