শেহবাজ শরিফ ও হামজা শেহবাজের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার শুনানি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শেহবাজের বিরুদ্ধে কেন্দ্রীয় বিশেষ আদালতে মানি লন্ডারিং মামলার শুনানি চলছে।
প্রথম নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শেহবাজের বিরুদ্ধে কেন্দ্রীয় বিশেষ আদালতে মানি লন্ডারিং মামলার শুনানি চলছে। লীগ নেতাদের আইনজীবী আমজাদ পারভেজ বলেন, ‘সুপ্রিম কোর্ট বলেছে, যদি উপযুক্ত প্রমাণ পাওয়া না যায়, তবে আদালত অভিযুক্তদের খালাস দিয়ে দিতে পারে।’
বেসরকারি টিভি চ্যানেল ‘জিও নিউজ’-এর খবরে বলা হয়, শুনানির সময় আইনজীবী আমজাদ পারভেজ যুক্তি দিয়ে বলেন, ‘এসব অ্যাকাউন্ট শেহবাজ শরীফ ও হামজা শেহবাজের অ্যাকাউন্ট হওয়ার ব্যাপারে কোনো প্রমাণ নেই। এছাড়া বাবা-ছেলে এসব অ্যাকাউন্ট থেকে লাভবান হয়েছেন, এমন তথ্যও পাওয়া যায়নি।’
শাহবাজ শরিফের আইনজীবী বলেন, ‘বেনামি অ্যাকাউন্ট খোলা মানেই মানি লন্ডারিং নয়। তাই বেনামি অ্যাকাউন্ট খোলার কারণেই মানি লন্ডারিং-এর অভিযোগ করা যৌক্তিক নয়।’
এফআই-এর আইনজীবী বলেন, ‘তাদের সম্পৃক্ততার প্রমাণ অবশ্যই আছে। তবে রেকর্ডে হামজা ও শাহবাজের সম্পৃক্ততা কতটুকু, তা স্পষ্ট নয়। উল্লেখ্য, পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ গত বছরের ডিসেম্বরে শাহবাজ ও হামজার বিরুদ্ধে বিশেষ আদালতে চালান উপস্থাপন করে। চিনি দুর্নীতির মামলায় ১৬ বিলিয়ন রুপি পাচারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয় এতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews