শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাটের হাজিরাই গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরীফ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ
প্রথম নিউজ, সিলেট: সিলেটের গোয়াইনঘাটের হাজিরাই গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরীফ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে হাজরাই গ্রামের তজম্মুল আলীর ছেলে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে শরীফ মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৫ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়াইনঘাট থানার ওসি পরিমল দেব জানান, সোমবার সকালে শিশুটি চকলেট কিনতে শরীফ মিয়ার দোকানে যায়। এসময় শরীফ তাকে জোরপূর্বক দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: