শিক্ষার্থীদের দাবি যুক্তিযুক্ত: মান্না
এটা একটা খুবই যুক্তিযুক্ত দাবি এবং গণতান্ত্রিক দেশসমূহে এর নজির আছে। সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, অনলাইন: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশকে এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা সংগতভাবে এব্যাপারে তাদের ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রধানমন্ত্রীকে সমস্ত শিক্ষার্থী এবং সমর্থকদের রাজাকারের দোসর হিসাবে চিহ্নিত করার বক্তব্য প্রত্যাহার করতে বলেছেন। এটা একটা খুবই যুক্তিযুক্ত দাবি এবং গণতান্ত্রিক দেশসমূহে এর নজির আছে। সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি স্মরণ করে দিতে চাই- আইয়ুব, ইয়াহিয়া থেকে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ভোটবিহীন জবরদখলকারী এই সরকারের জন্য একই পরিণতি অপেক্ষা করছে।