লোডশেডিংয়ে সংক্ষিপ্ত হলো এফবিসিসিআই’র সংবাদ সম্মেলন
শনিবার ফেডারেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য জ্বালানিখাতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
প্রথম নিউজ, ঢাকা: বাজেট প্রতিক্রিয়া জানাতে ডাকা এফবিসিসিআই’র সংবাদ সম্মেলন চলাকালে দুই দফা লোডশেডিং হয়েছে। দ্বিতীয় দফা লোডশেডিংয়ের সময় ভবনের জেনারেটর কাজ না করায় সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করে শেষ করে দেন আয়োজকরা। শনিবার ফেডারেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য জ্বালানিখাতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি জানান। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, শিল্পগুলো ন্যায্যমূল্যে পর্যাপ্ত বিদ্যুৎ ও জ্বালানি না পেলে উৎপাদন ব্যাহত হবে এবং অর্থনীতিতে এর প্রভাব পড়বে। তিনি বলেন, শিল্পখাতকে প্রতি বছর তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কিন্তু জ্বালানি সংকটে যদি উৎপাদন ব্যাহত হয়, তাহলে কীভাবে সেটা সম্ভব।