লাইসেন্স না থাকায় ৩ হোটেলকে দুই লাখ টাকা জরিমানা

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে চৌমুহনীর কলাপাতা, কাশফুল ও বিসমিল্লাহ হোটেলে এ অভিযান চালানো হয়।

লাইসেন্স না থাকায় ৩ হোটেলকে দুই লাখ টাকা জরিমানা

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে লাইসেন্স ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় তিন হোটেলকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগস্ট) রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে চৌমুহনীর কলাপাতা, কাশফুল ও বিসমিল্লাহ হোটেলে এ অভিযান চালানো হয়।

ইউএনও মো. ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযানে গিয়ে অনিয়মের প্রমাণ মিলে। পরে কলাপাতা রেস্টুরেন্টকে এক লাখ, কাশফুল ও বিসমিল্লাহ হোটেলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, তিনিটি হোটেলেই ভেতরে রান্নাঘরের পরিবেশ নোংরা, রেস্তোরাঁর লাইসেন্স ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ নেই। এছাড়া আগের দিনের অবিক্রিত ফ্রাইড চিকেন, মেরিনেট করা মাংস, কাঁচা মাছ-মাংস এবং মসলা ফ্রিজে একসঙ্গে পাওয়া যায়। যা ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্যানিটরি ইন্সপেক্টর মো. হাসানসহ আনসার ব্যাটেলিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।