কমল ডিজেল ও কেরোসিনের দাম

কমল ডিজেল ও কেরোসিনের দাম

প্রথম নিউজ, অনলাইন: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দ্বিতীয় দফা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। এবার ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ২ টাকা ২৫ পয়সা কমানো হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম একই রয়েছে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম ১লা এপ্রিল থেকে কার্যকর হবে। এর আগে, গত গত ৭ই মার্চ ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৭৫ পয়সা, অকটেনে ৪ টাকা এবং পেট্রোলে ৩ টাকা দাম কমানো হয়।

দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল। এটি সাধারণত কৃষি সেচে, জেনারেটর এবং পরিবহনে ব্যবহার করা হয়। ফলে দাম কমার প্রভাব ভোক্তা পর্যায়ে খুব বেশি পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা বরং পরিবহন ব্যবসায়ীদের লাভ বাড়বে।

নতুন দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে ২টাকা ২৫ পয়সা কমে ১০৬ টাকা করা হয়েছে। প্রতি লিটার অকটেনের দাম ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২২ টাকা আগের মতোই রয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতিমাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। অনেকটা এ প্রক্রিয়ায় জ্বালানি তেলের দামও নির্ধারণ করা হবে।