রাজধানী থেকে ৫৩ চাঁদাবাজ ও ছিনতাইকারী গ্রেফতার
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১১ এপ্রিল) দিনে ও রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রমনা, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, পল্টন, মতিঝিল, শাহবাগ ও ওয়ারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের ৫৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত অর্থ, চাঁদা উত্তোলনের রশিদ বই, বিপুল পরিমাণ মোবাইল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews