রেকর্ডিংয়ের ২৫ বছর পর আসছে গানটির ভিডিও
১৯৯৩ সালের ২০ মার্চ যাত্রা শুরু করেছিল দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘ক্রিপটিক ফেট’
প্রথম নিউজ, ডেস্ক : ১৯৯৩ সালের ২০ মার্চ যাত্রা শুরু করেছিল দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘ক্রিপটিক ফেট’। এ বছরই ৩০ বছরে পা দিয়েছে ব্যান্ডটি। শুরু থেকেই কনসার্টর পাশাপাশি নিয়মিত নতুন গান প্রকাশ করে আসছেন তারা।
কয়েকদিন আগেই প্রকাশ পায় ব্যান্ডটির নতুন গান ‘কুশিয়ারা’। এটি ‘নদী রক্স’ প্রজেক্টের গান। সংগীত পরিচালনা করেছেন ব্যান্ডের গায়ক ও বেজ বাদক সাকিব চৌধুরী। কথা লিখেছেন শারমীন সুলতানা সুমি। ইউটিউব এবং বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উন্মুক্ত গানটির জন্য ভক্তদের কাছ থেকে ভালো প্রশংসাও পাচ্ছে ‘ক্রিপটিক ফেট’।
এরমধ্যেই ভক্তদের নতুন গানের সুখবর দিলো এই ব্যান্ড। শিগগিরই আসছে তাদের আরেকটি মিউজিক ভিডিও। যার শিরোনাম ‘ভবঘুরে’। ১৯৯৭ সালে গানটি রেকর্ড করেন ব্যান্ডের সদস্যরা। ৫ বছর পর ২০০২ সালে ‘শ্রেষ্ঠ’ অ্যালবামে প্রকাশ পায় গানটি। তৈরির ২৫ আর প্রকাশের ২০ বছর পর অবশেষে গানটির ভিডিও নিয়ে আসছেন তারা।
এ প্রসঙ্গে ব্যান্ডের গায়ক ও বেজ বাদক সাকিব চৌধুরী বলেন, ‘এই গানের কোন ভিডিও না থাকায় আমরা সিদ্ধান্ত নেই আমাদের গানের জগতের ভাই ব্রাদারদের নিয়ে একটা মজার ভিডিও করার। এই সুযোগে গানটি আবার নতুন করে রেকর্ড করেছি। তাতে শ্রোতারা মডার্ন ধাঁচে ও আওয়াজে গানটা উপভোগ করতে পারবেন। আর ভিডিওতে তো চমক থাকছেই।’
উল্লেখ্য, ৩০ বছরের ক্যারিয়ারে ৫টি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করেছে ‘ক্রিপটিক ফেট’। এগুলো হলো-‘এন্ডস আর ফরএভার’ (১৯৯৫), 'চলো বাংলাদেশ' (২০০১), 'শ্রেষ্ঠ' (২০০২), 'দানব' (২০০৬) এবং 'নয় মাস' (২০১৩)। এর বাইরে বেশ কিছু মিক্সড অ্যালবামেও শোনা গেছে দেশের জনপ্রিয় এই হেভি মেটাল ব্যান্ডের গান।
‘ক্রিপটিক ফেট’-এর সদস্যরা হলেন- সাকিব চৌধুরী (গায়ক ও বেজ বাদক), রায়েফ আল হাসান রাফা (ড্রামার), ফারহান (গিটার) ও সারফারাজ (গিটার)।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews