রইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক
মৃত্যুর অল্প সময় আগেও রোববার তাদের সঙ্গে উপস্থিত থেকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ যৌথভাবে উদ্বোধন করেছেন কিজ কালাসি ড্যাম।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান। তাদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারাও। মৃত্যুর অল্প সময় আগেও রোববার তাদের সঙ্গে উপস্থিত থেকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ যৌথভাবে উদ্বোধন করেছেন কিজ কালাসি ড্যাম। এরপর তিনি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বিদায় জানালে তিনি হেলিকপ্টারে আরোহন করেন। তার বহরে যুক্ত ছিল আরও দুটি হেলিকপ্টার। এ দুটি নিরাপদ থাকলেও রইসি ও আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
এতে ওই হেলিকপ্টারে আরও যারা ছিলেন তাদের সবাই নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ইলহাম আলিয়েব। তিনি ইরানকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেয়া পোস্টে শোক প্রকাশ করেছে। তারা লিখেছে, ওই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রইসি, মন্ত্রী আবদুল্লাহিয়ান এবং অন্য সবার প্রতি আমাদের সমবেদনা এবং প্রার্থনা। তবে উদ্ধার অভিযানের সময়ে এই পোস্ট দেয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, যেহেতু উদ্ধার অভিযান চলমান তাই ইরানের ঘনিষ্ঠ ও বন্ধুপ্রতীম আর্মেনিয়া ইরানকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। সহানুভূতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। বলেছেন, তিনি এ ঘটনা মনিটরিং করছেন। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ ঘোষণা করেছে, উদ্ধার অভিযানে তাদের টিম পাঠানো হয়েছে। আলাদা আলাদা বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক। তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রইসি ও অন্যদের প্রতি প্রার্থনা জানিয়েছেন। ইরানি জাতির সঙ্গে সংহতি জানিয়েছেন।
এক্সে গভীর উদ্বেগ জানিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, এই হতাশার সময়ে ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করি। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদ। তিনি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরকে ফোন করেছেন। ইরাকি সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি নিহতদের জন্য প্রার্থনা করেছেন।
ওদিকে আলাদাভাবে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্টকে রইসির নিখোঁজ হেলিকপ্টার খুঁজে পেতে সহায়তা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। শোক জানিয়েছে জর্ডান, কাতার, কুয়েত, ইয়েমেন, রাশিয়া, ভেনিজুয়েলা।