মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের গুলি, দুজনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে দুজন মারা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আজ রোববার সকাল পৌনে দশটা থেকে পৌনে ১২ টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ঘটে।

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের গুলি, দুজনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আ.লীগ, ছাত্রলীগ ও যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে দুজন মারা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আজ রোববার সকাল পৌনে দশটা থেকে পৌনে ১২ টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ঘটে। নিহতদের বয়স ২২-২৫ বছর। আহতদের অধিকাংশের বয়স ২০-২৫ বছরের মধ্যে। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আবু হেনা জামাল বেলা পৌনে ১২ টার দিকে বলেন, সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ২৫ থেকে ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিল। তাদের বয়স ২২-২৫ বছর। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীরা জানান, সকালে আমরা শান্তিপূর্ণভাবে শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলাম। সে সময় আ.লীগ,ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আমাদের বন্ধুদের মারধর করা শুরু করে। পরবর্তীতে আমরা সবাই একত্রিত হয়ে মিছিল শুরু করি। মিছিলের মধ্য পুলিশের উপস্থিতিতে আমাদের ওপর গুলি করতে করতে হামলা চালায়। এতে আমাদের ৪০-৫০ জন গুলিবিদ্ধ হয়েছে। কয়েক জন মারা গেছে বলে শুনেছি।