মনোনয়নপত্র কিনতে আসায় পিস্তল ঠেকিয়ে হুমকি
রিহ্যাব-এর পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২১-২০২৩) আগামী ১০ নভেম্বর
প্রথম নিউজ, ঢাকা: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নির্বাচনের মনোনয়ন ফরম কিনতে আসায় ইকবাল হোসেনকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার রিহ্যাবের অফিসে মনোনয়ন সংগ্রহ করতে আসেন ইকবাল হোসেন এ সময় তাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রিহ্যাবের অফিস থেকে বের হয়ে ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, মনোনয়ন সংগ্রহ করতে এসেছিলাম। ভিতরে কিছু গুন্ডা আমাকে মনোনয়ন সংগ্রহ করতে দেন না।
তিনি বলেন, আমি মনোনয়ন সংগ্রহ করতে চাইলে লুৎফর ও কামাল আমাকে পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেখান। লুৎফর পিস্তল দিয়ে আমাকে আঘাত করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে কলাবাগান থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। এরপর কলাবাগান থানা পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এবং ইকবাল হোসেনকে প্রাথমিকভাবে তারা জিজ্ঞাসাবাদ করেন।
এ বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার অফিসার ইনচার্জ পরিতোষ চক্রবর্তী বলেন, আমরা বিষয়টি দেখছি। কে কাকে পিস্তল ঠেকিয়েছে সেটা আমরা তদন্তের মাধ্যমে দেখবো। এ ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ বিশৃঙ্খলা করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২১-২০২৩) আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে নানান উদ্বেগ দেখা গেছে। ২ অক্টোবর মনোনয়ন সংগ্রহ ফরম বিতরণ শুরু হয়। কিন্তু কিছু সদস্যদের মনোনয়ন দিতে চাইনা বর্তমান কমিটি।
জানা যায়, রিহ্যাবের এ নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। এতে স্থান পেয়েছেন ৭৫২ জন সদস্য। ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করার কথা থাকলেও কেউ মনোনয়ন সংগ্রহ করতে পারেননি। যার কারণে বিক্ষুব্ধ রিহ্যাবের অন্যান্য সদস্যরা।
তথ্য মতে জানা যায়, রিহ্যাবের এই নির্বাচনের শুরুতেই দ্বন্দ্ব লেগে গেছে বলে মনে করছেন অনেকে। তারা ভাবছেন এবারও মনে হয় নির্বাচন নাও হতে পারে। তবে নির্বাচন চায় রিহ্যাবের সদস্যরা।
রিহ্যাব সদস্যদের দেয়া তথ্য মতে, দীর্ঘ সময় ধরে রিহ্যাবের সাধারণ সদস্যরা প্রত্যক্ষ ভোটে তাদের সংগঠনের নেতা নির্বাচন করার সুযোগ পায়নি। প্রতিবারই অদৃশ্য শক্তির ছোঁয়ায় কেউ মনোনয়ন ফরম কিনতে পারেনি। তাই গত দুই বছর যাবৎ রিহ্যাবের সাধারণ সদস্যবৃন্দ নির্বাচনের দাবি নিয়ে মাঠে সরব ছিলেন।
সূত্রে মতে জানা গেছে, করোনার জন্য রিহ্যাব নিবার্চনের বারবার সময় বর্ধিত হলেও শেষ পর্যন্ত তফসিল ঘোষণা হয়েছে। যদিও গঠিত নির্বাচন বোর্ড নিয়ে সাধারণ সদস্যদের আপত্তি রয়েছে।
কেউ কেউ বলছেন, বর্তমান সভাপতি নিজ পছন্দে সংঘবিধি যথাযথ অনুসরণ না করে সাধারণ সদস্যদের ও অপরিচিত ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। যা মানতে নারাজ অন্যান্য সদস্যরা।