মাদকের ট্রানজিট রোড ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়ক
প্রথম নিউজ , ধামরাই : মাদকের চোরাচালানের স্বর্গরাজ্য পরিনত হয়েছে ঢাকার ধামরাই । ঢাকা আরিচা মহাসড়ক এখন মাদক চোরাচালানিদের প্রধান ট্রানজিট রোড হিসেবে ব্যবহ্নত হচ্ছে । এলাকার মাদক চোরাচালানি চক্রের পাশাপাশি পাশ্ববর্তী জেলার মাদক চোরাচালানি ও ব্যাবসায়ীরা এসব চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া উঠেছে । এ ছাড়া এসব চোরাচালানের ঢাকা আরিচা মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত ব্যাক্তি পুলিশের কথিত সোস জড়িত বলে অভিযোগ রয়েছে । তবে মাদক সহ চোরাচালান প্রতিরোধে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ সহ অন্য সংস্থাগুলো এ ধরনের অভিযোগ অস্বীকার করে জানান , চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হচ্ছে । একাধিক সূত্রে জানাগেছে হঠাৎ করেই মহাসড়কের মাদক চোরাচালানিরা সক্রিয় হয়ে উঠেছে । চোরাচালানি সিন্ডিকেটের সঙ্গে মাদক ব্যাবসায়ীদের যোগাযোগ থাকে । এসব মাদক সীমান্ত থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরোডে পার হয়ে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই দিয়ে রাজধানীর ঢাকায় পাচার হচ্ছে । প্রতিনিয়তই চোরাচালানিরা তাদের কৌশল বদলাচ্ছে । বড় বড় চোরাচালানি সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন কৌশলে চোরাই পথে মাদক নিয়ে আসে । ব্যাগ গাড়ির সিটে ,মালামাল রাখার বক্স , এমনকি ইঞ্জিন বক্স ও সিলিং এ কাজে ব্যাবহার করা হয় । পুলিশ বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা গুলো রহস্যজনক ভাবে চোরাচালানের গডফাদারদের ধরতে বার বার ব্যাথ হচ্ছে ।