মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোরিকশার চালককে কুপিয়ে হত্যা
প্রথম নিউজ, সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা লাগায় সিএনজিচালিত অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারের পল্লীবিদ্যুৎ মোড়ের অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত অটোচালক আলমগীর হোসেন (৩২) ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এনিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। ঘটনার কিছু সময় পর সাদিক আহমদ ও তার সঙ্গে থাকা আরও এক যুবক ফের ঘটনাস্থলে এসে অটোরিকশায় বসে থাকা আলমগীর হোসেনকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা ঘাতকদের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সিএনজিচালিত অটোরিকশা চালকের হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতকদের গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।