বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা পেসারের

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয় পর্বে যাওয়ার সম্ভাবনা এখনও টিকে রয়েছে

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা পেসারের
বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা পেসারের-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক :  টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয় পর্বে যাওয়ার সম্ভাবনা এখনও টিকে রয়েছে। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারলেও পরের ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করে রানরেট বাড়িয়ে নিয়েছে লঙ্কানরা।

এখন গ্রুপের শেষ ম্যাচে তাদের নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে হবে। রানরেটটা ঠিক থাকলে সুপার টুয়েলভে নাম লেখাবে দাসুন শানাকার দল।

কিন্তু পরের হিসেব পরে, গুরুত্বপূর্ণ শেষ ম্যাচটায় লঙ্কানরা পাবে না দলের পেস আক্রমণের সেরা অস্ত্র দুশমন্ত চামিরাকে। ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদন, শুধু এই ম্যাচ নয়, কাফের (পায়ে) ইনজুরিতে বিশ্বকাপই শেষ হয়ে গেছে চামিরার।

এই চোটেই এশিয়া কাপ মিস করেছিলেন চামিরা। এরপর ফিট হয়ে উঠলে তাকে বিশ্বকাপের দলে অন্তর্ভূক্ত করে লঙ্কানরা। কিন্তু পুরোনো চোট পিছু ছাড়েনি।

৩০ বছর বয়সী এই পেসার জিলংয়ে আরব আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার ৭৯ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৫ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।

কিন্তু ওই ম্যাচেই নিজের স্পেলের শেষ ওভার করতে গিয়ে চোট টের পান চামিরা। মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। শেষ পর্যন্ত এলো দুঃসংবাদ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom