বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানালেন ডোনাল্ড লু
মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক বার্তায় ডোনাল্ড লু জানিয়েছেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) হওয়া রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক বার্তায় ডোনাল্ড লু জানিয়েছেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।
শনিবার বিকেলে নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের এ সমাবেশের সময় বাংলামোটরে আমিরুল ইসলাম পারভেজ (৩৩) নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। অপরদিকে বিএনপি দাবি করেছে, নয়াপল্টনে পুলিশের গুলিতে আহত হয়ে তাদের এক কর্মী নিহত হয়েছেন।