ব্রহ্মপুত্র নদীর দুর্গম চরাঞ্চলে ভুট্টা ক্ষেত থেকে ৯ তরুণী গ্রেপ্তার
গাইবান্ধা সদর থানার এসআই মশিউর রহমান জানান, গাইবান্ধার মোল্লারচরের দুর্গম চরাঞ্চলে ভুট্টা ক্ষেত থেকে লুকানো অবস্থায় এক শিশুসহ ৯ তরুণীকে গ্রেপ্তার করা হয়।
প্রথম নিউজ, গাইবান্ধা: গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর দুর্গম চরাঞ্চলের ভুট্টা ক্ষেতের ভেতর থেকে ৯ জন নৃত্যশিল্পী ও ১ শিশুসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাইবান্ধা সদর থানার এসআই মশিউর রহমান জানান, গাইবান্ধার মোল্লারচরের দুর্গম চরাঞ্চলে ভুট্টা ক্ষেত থেকে লুকানো অবস্থায় এক শিশুসহ ৯ তরুণীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তরুণীরা হলেন, ময়মনসিংহের কালিকাপুর গ্রামের নাসিমা আকতার বৃষ্টি ও স্বপ্না বেগম, পটুয়াখালীর সাদিয়া বেগম, বগুড়ার লাভলী বেগম, ঢাকার সিদ্ধিরগঞ্জের রুমা খাতুন, রাজবাড়ী জেলার মোছা. প্রিয়ংকা বেগম, জয়পুরহাটের রোকসানা বেগম, সাভারের নার্গিস বেগম, রংপুরের সাদিয়া ইসলাম ও ১৬ মাস বয়সী শিশু হোমায়রা।
চরাঞ্চলের অপরাধ জগতের সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে চারপাশে ভুট্টাক্ষেতের আড়ালে ছামিয়ানা টানিয়ে চারপাশে ঘেরাও দিয়ে নারীদের নগ্ননৃত্য, নাচ গান ও জুয়াসহ নানা অসামাজিক কাজ চালিয়ে আসছিল। দূরদূরান্ত থেকে বিভিন্ন ব্যক্তি ওই আসরে ফুর্তি করার জন্য আসতেন। খেলা হতো লাখ লাখ টাকার জুয়া। বাদ্যযন্ত্রের তালে চলতো অসামাজিক কাজ। এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে গতকাল ভোরে অভিযান চালায় মোল্লারচরের ভুট্টা ক্ষেতের আড়ালে গড়ে তোলা আখড়ায়। পুলিশি উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ জুয়াড়ি ও অপরাধ চক্রের সবাই ভট্টা ক্ষেতের মধ্যে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ওই ৯ তরুণী ও ১ শিশুকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
পুলিশ সেখানে জুয়াড়িদের ফেলে যাওয়া সামিয়ানা, বাঁশ, কাঠ, চেয়ার-টেবিল ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদার রহমান জানান, দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: