বিদেশে নেতিবাচক প্রচারণা ঠেকাতে কমিটি হচ্ছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত ওই কমিটি অপপ্রচার প্রতিরোধের কাজ করবে।

বিদেশে নেতিবাচক প্রচারণা ঠেকাতে কমিটি হচ্ছে
বিদেশে নেতিবাচক প্রচারণা ঠেকাতে কমিটি হচ্ছে

প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশ সম্পর্কে দেশে-বিদেশে নানা নেতিবাচক প্রচারণা হচ্ছে। এ ধরনের প্রচারণা ঠেকাতে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত ওই কমিটি অপপ্রচার প্রতিরোধের কাজ করবে। আজ রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, এটি কোনো কারিগরি নয়, একটি সমন্বয় কমিটি। এতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা থাকবেন। কমিটির মধ্যে সমন্বয় করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। কমিটি নিয়মিতভাবে বসবে, যাতে কার্যকর সমন্বয়ের মাধ্যমে নির্বিঘ্নে কাজ করা যায়। কমিটির প্রধান কাজ হবে বাংলাদেশ সম্পর্কে বানোয়াট ও ভুল তথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরা।

বৈঠক সূত্রে জানা গেছে, জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা নানা ইস্যুতে বাংলাদেশ সম্পর্কে তথ্য জানাতে চায়। নতুন এ কমিটি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে সমন্বয় করে এসব বিষয়ে উত্তর তৈরি করবে। কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক।

জানা গেছে, তিন জ্যেষ্ঠ মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত সমন্বয় সভায় আইনের শাসন, ভুল তথ্যের প্রচার, বিভিন্ন মামলার অগ্রগতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, বিদেশিদের সঙ্গে যোগাযোগ সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশে চলমান বিভিন্ন মামলা নিয়ে বিভিন্ন দেশ আগ্রহ প্রকাশ করে। তাদের সেসব মামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানানো হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা অভিযান নিয়েও বিদেশিদের কৌতূহল আছে। এ বিষয়ে একটি স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে বৈঠকে। বিভিন্ন সময়ে বিভিন্ন পক্ষ এসব নিয়ে ভুল তথ্য দিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে থাকে। এ বিষয়ে করণীয় নিয়ে সভায় আলোচনা হয়। বন্ধু দেশগুলোকে এসব মামলার বিষয়ে সঠিক ও হালনাগাদ তথ্য দিতে বাংলাদেশের মিশনগুলোকে সহায়তা করবে এ সমন্বয় কমিটি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom