বাজেট ঘোষণার দিনই বাড়ল সায়াবিন তেলের দাম

প্রতি লিটারে সাত টাকা বাড়িয়েছে সরকার

বাজেট ঘোষণার দিনই বাড়ল সায়াবিন তেলের দাম
বাজেট ঘোষণার দিনই বাড়ল সায়াবিন তেলের দাম

প্রথম নিউজ, ঢাকা : এক মাসের ব্যবধানে আবারো সয়াবিন তেলের দাম প্রতি লিটারে সাত টাকা বাড়িয়েছে সরকার। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা।বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ২০৫ টাকায়। আর ৫ লিটারের বোতলের দাম পড়বে খুচরা পর্যায়ে ৯৯৭ টাকা, যেটি ৯৮৫ টাকায় বিক্রি হচ্ছিল। এ ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকায় বিক্রি হবে। এই তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল। আর খোলা পাম তেল এখন থেকে প্রতি লিটার ১৫৮ টাকায় বিক্রি হবে।

নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রি করলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেয়া হবে বলে সেদিন জানানো হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom