বাখমুতে যুদ্ধ জটিল থেকে জটিলতর হচ্ছে: জেলেনস্কি
তিনি তার সান্ধ্য ভাষণে বলেন, পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে।
প্রথম নিউজ, ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার সতর্ক করে বলেছেন, যুদ্ধের মূল কেন্দ্র বাখমুতের আশপাশের পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। তিনি তার সান্ধ্য ভাষণে বলেন, পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। বাখমুত রক্ষায় প্রকৃত বীরের মতো লড়াই চালিয়ে যেতে ইউক্রেন সেনাদের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, আমাদের অবস্থান রক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে এমন সবকিছু শত্রুরা অব্যাহতভাবে ধ্বংস করছে।
উল্লেখ্য, রাশিয়ার বছরব্যাপী আগ্রাসনের মধ্যে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের শিল্পশহর বাখমুতের লড়াই সবচেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে। জেলেনস্কি বলেছেন, বাখমুতের জন্য যতদিন পারা যায় ইউক্রেন লড়াই চালিয়ে যাবে। দোনেৎস্ক পিপলস রিপাবলিকের স্বঘোষিত নেতা ডেনিস পুশিলিন রুশ টেলিভিশনে সোমবার বলেছেন, বাখমুতমুখী সব সড়ক মস্কোপন্থি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: