বিএনপি নির্বাচনে আসলে তফসিল বিবেচনা করা হবে: ইসি আনিছুর
বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
প্রথম নিউজ, অনলাইন: বিএনপি যদি নির্বাচনে আসে, তাহলে নির্বাচনের তফসিল পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। নির্বাচনের তফসিল পেছাতে জাতীয় পার্টির দাবি প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, জাতীয় পার্টি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। যদি আনুষ্ঠানিকভাবে আসে এবং যৌক্তিক কোনো কারণ থাকে, তবে আমরা আলোচনা করে দেখব।
তিনি বলেন, নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৪৪টি রাজনৈতিক দল রয়েছে। শতভাগ দল কখনোই নির্বাচনে আসেনি এবং অংশ নেয়নি। যখন অধিকাংশ দল নির্বাচন করে, তখন নির্বাচনের একটা আমেজ চলে আসে। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে বরাবরই আহ্বান জানাচ্ছি, আমাদের সঙ্গে যারা রেজিস্টার্ড আছে, ৪৪টি দল, তারা সবাই অংশগ্রহণ করুক। এটাই আমরা চাই। আমাদের আহ্বান এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। এখন পর্যন্ত যে শিডিউল দেয়া আছে, ৩০শে নভেম্বর পর্যন্ত নমিনেশন পেপার সাবমিশনের সময় আছে। কাজেই আমরা আহ্বান করব, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হোক।