প্রেসিডেন্টের সাজেক সফর স্থগিত

আগামী ২০শে ডিসেম্বর রাঙামাটি জেলার পর্যটন কেন্দ্র সাজেক সফর করার কথা ছিল তার।

প্রেসিডেন্টের সাজেক সফর স্থগিত

প্রথম নিউজ, অনলাইন : প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সাজেক সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ২০শে ডিসেম্বর রাঙামাটি জেলার পর্যটন কেন্দ্র সাজেক সফর করার কথা ছিল তার। কিন্তু সফরটি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রেসিডেন্টের প্রটোকল কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। আমরা আজ দুপুরে চিঠি পেয়েছি।

চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগামী ২০-২২ ডিসেম্বর সাজেক সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।