নরসিংদীতে ড্রেন থেকে একদিনের নবজাতক জীবিত উদ্ধার
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, উদ্ধার হওয়া নবজাতকের বয়স একদিনের বেশি নয়। সে বেঁচে আছে। এখনো পর্যন্ত তার পরিচয় মেলেনি
প্রথম নিউজ, নরসিংদী: নরসিংদীতে ময়লার ড্রেন থেকে একদিন বয়সী অজ্ঞাত পরিচয়ের নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ জুলাই) রাতে পৌর শহরের দাসপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার হয়।
স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পায় এক নারী। পরে, স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধার করে। জীবিত দেখতে পেয়ে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, উদ্ধার হওয়া নবজাতকের বয়স একদিনের বেশি নয়। সে বেঁচে আছে। এখনো পর্যন্ত তার পরিচয় মেলেনি
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ কে এম ফজলুল কাদের বলেন, নবজাতকটি অপরিপক্ব (প্রিমেচিউর)। বর্তমানে তাকে নরসিংদী সদর হাসপাতালের শিশু ও মহিলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews