নতুন রূপে ধরা দিচ্ছেন রণবীর-আলিয়া

গেল এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়েছেন জনপ্রিয় বলিউড জুটি রণবীর-আলিয়া

নতুন রূপে ধরা দিচ্ছেন রণবীর-আলিয়া
নতুন রূপে ধরা দিচ্ছেন রণবীর-আলিয়া-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : গেল এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়েছেন জনপ্রিয় বলিউড জুটি রণবীর-আলিয়া। এই জুটির বিয়ে ছিল সারা ভারতের আলোচনার বিষয়। বিয়ের প্রতিটি ছবি দেখে মনে হয়েছে যেন পরিণতি পেল কোনো রূপকথার গল্প। 

সম্প্রতি বিজ্ঞাপনী শুট সেরেছে এই জুটি। তারই নেপথ্যের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

এর আগেও বহু বিজ্ঞাপনী প্রচার একসঙ্গে সেরেছেন রণবীর-আলিয়া। রিয়েল লাইফ কাপলকে দিয়ে ব্র্যান্ডের প্রচারে হামেশাই আগ্রহী থাকে অনেক সংস্থা। বিজ্ঞাপনেও ‘রালিয়া’ ম্যাজিক দেখাটা কম বড় পাওয়া নয় ফ্যানেদের কাছে। এক টিএমটি স্টিল বারে বিজ্ঞাপনের শুটিংয়ের ছবিগুলো ভাইরাল হয়েছে।

নবদম্পতির ফ্যানেরা ইনস্টাগ্রামে ব্যাপক হারে শেয়ার করছে এসব ছবি। সেখানে সাদা পোশাকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল দুজনকে। কখনো আবার আনমনে আড্ডার মেজাজেও দেখা যায় তাদের। 

শুরুতে নিজেদের সম্পর্ক গোপন রাখলেও বছর কয়েক আগে প্রকাশ্যেই ভালোবাসার কথা স্বীকার করে নিয়েছিলেন রণবীর-আলিয়া।

২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে শুরু এই জুটির ভালোবাসার কাহিনি। ছবি মুক্তির আগেই তা কাঙ্ক্ষিত পরিণতিও পেয়েছে। গত ১৪ এপ্রিল রণবীর ও আলিয়া বিয়ে সেরে ফেলেছেন একদম ঘরোয়া আয়োজনে।

বিয়ের পর প্রথমবার রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ছবি সেই যাত্রা শুরু। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom