দ্বিতীয়বার বাবা হলেন তাসকিন

জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ দ্বিতীয়বারের মতো পিতৃত্বের অনুভূতি পেলেন

দ্বিতীয়বার বাবা হলেন তাসকিন
দ্বিতীয়বার বাবা হলেন তাসকিন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ দ্বিতীয়বারের মতো পিতৃত্বের অনুভূতি পেলেন। ডানহাতি এ পেসারের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।

শুক্রবার খবরটি নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন ২৭ বছর বয়সি এ পেসার।

এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে তাসকিন লেখেন— ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যাসন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের ভক্ত-সমর্থকরা। তাসকিনের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই জাতীয় দলের এ গতি তারকাকে শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন তার অনুরাগীরা।

এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পুত্রসন্তানের বাবা হন তাসকিন। তাসকিন ও তার স্ত্রী রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান।

এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিকা নাঈমাকে বিয়ে করেন তাসকিন। সাড়ে চার বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন তাসকিন-নাঈমা দম্পতি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom