তারেক রহমানকে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ
আজ সোমবার কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান ও সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১ নং গেইটে এসে শেষ হয়।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
আজ সোমবার কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান ও সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১ নং গেইটে এসে শেষ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আহমেদ,উজ্জ্বল চন্দ্র, তরিকুল ইসলাম তুষার, আরিফুল ইসলাম, সদস্য মেহেদী হাসান সহ হল এবং বিশ্ববিদ্যালয় শাখার প্রায় শতাধিক নেতাকর্মী।
মিছিল পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান কোটি কোটি তরুণদের হৃদয়ের স্পন্দন, তিনি আমাদের তারুণ্যের অহংকার, তাকে নিয়ে যদি আর কোন কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যা ও বানোয়াট মামলা এবং অসত্য বিভ্রান্তি ছড়ানো হয় তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে রাজপথে থেকে এর দাঁতভাঙ্গা জবাব দেবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews