তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪০

আজ  রোববার আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪০
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গত ৩ মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় মোট ৪০ জন নিহত হয়েছেন।  আজ  রোববার আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ১৯৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনার খবর প্রকাশ হয়েছে। এই ঘটনাগুলোতে মোট ২ হাজার ১৭৩ জন আহত হয়েছেন। নিহত ৪০ জনের মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। বাকী ৩০ জনের কোন রাজনৈতিক পরিচয় ছিল না।

আসক আরও জানায়, গত ১ মাসে সারাদেশে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ১৬টি সংঘর্ষের ঘটনায় ২৫০ জন আহত হয়েছেন। এছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের ২টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ৬টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯৪ জন আহত হন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom