তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় জেলেনস্কি
জেলেনস্কি সোমবার ইতালির দৈনিক লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে যদি চীন অস্ত্র দিয়ে সহায়তা করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। জেলেনস্কি সোমবার এ আশঙ্কার কথা প্রকাশ করেন। তিনি বলেন, আমি চীনের নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে অনুরোধ করে বলেছি, আপনারা রাশিয়াকে অস্ত্র দেবেন না। খবর আনাদোলুর। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আমার মনে হয় চীন এ ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেবে, অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।
জেলেনস্কি সোমবার ইতালির দৈনিক লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের আগে থেকেই চমৎকার সম্পর্ক রয়েছে। কোনোভাবেই ইউক্রেন যুদ্ধে নিজেদের জড়ানো ঠিক হবে না বেইজিংয়ের। রাশিয়াকে এতদিন সমর্থন দিয়ে এলেও ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ করেনি চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনকে নিয়ে নতুন আশঙ্কার কথা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্র জানায়, চীন মস্কোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে যাচ্ছে। এ খবরে উৎকণ্ঠায় আছে ইউক্রেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন গত রোববার দেশটির টিভি চ্যানেল সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চীন শিগগিরই রাশিয়াকে প্রাণঘাতি অস্ত্র দিয়ে সহায়তা করতে যাচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: