ঢাকায় ডিজিসিএ সম্মেলন শুরু ১৫ অক্টোবর

ঢাকায় ডিজিসিএ সম্মেলন শুরু ১৫ অক্টোবর

প্রথম নিউজ, ঢাকা : ঢাকায় আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিএও এপিইসির ডাইরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) ৫৮তম সম্মেলন।

আগামী ১৫-১৯ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় ৪৭টি দেশ এবং ১৩টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ সর্বমোট ৫০০ জন বিদেশি ডেলিগেট অংশ নিবেন।


মঙ্গলবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এবছর সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে প্রমোটিন আইসিএও জেন্ডার ইকোয়ালিটি প্রোগ্রাম ইন কনজাকশন উইথ নেক্সট জেনারেশন অফ এভিয়েশন প্রফেশনালস ইনেটিয়েটিভ (এনজিএপি)। যার প্রথম উদ্দেশ্য হলো জেন্ডার সমতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এবং অপরটি হল এভিয়েশন সেক্টরে আগামী দিনের জন্য দক্ষ ও প্রতিশ্রুতিশীল কর্মী গড়ে তোলা।

৫ দিনব্যাপী এ আসরটি বাংলাদেশ দ্বিতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে। আইকাও'র ত্রি-বার্ষিক সাধারণ সভার পর এটি আঞ্চলিক পর্যায়ে সবচেয়ে বড় আয়োজন। এ সম্মেলনটি ১৯৮৫ সালে বাংলাদেশে প্রথম আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনায় ১৯৭৩ সালে বাংলাদেশ আইকাও'র সদস্য পদ লাভ করে।

আইকাও'র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ (পঞ্চাশ) বছর পূর্তিতে দ্বিতীয় বারের মত এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এ সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের মহা-পরিচালকগণ অংশ নিবেন। এছাড়া আইকাও'র সভাপতি সালভাতোর সাকিতানো, মহা-সচিব জনাব হুয়ান কার্লোস সালাজার, আঞ্চলিক পরিচালক জনাব তাও মা এ সম্মেলনে উপস্থিত থাকবেন।

করোনা পরবর্তী অর্থনৈতিক অস্থিতিশীল অবস্থা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এ সম্মেলন এয়ার নেভিগেশনের জন্য এক বিশেষ গুরুত্ব বহন করে। তাছাড়া, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে এভিয়েশন খাতেরও উন্নয়ন প্রয়োজন।এ সম্মেলনে এভিয়েশন সেফটি, এয়ার নেভিগেশন, এভিয়েশন সিকিউরিটি, ফেসিলিটেশন, এয়ার ট্রান্সপোর্টের উন্নয়ন, পরিবেশ বিপর্যয় রোধ, এভিয়েশন খাতের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োগিক দিক ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে এবং সুপারিশমালা প্রণয়ন করা হবে। সম্মেলনে উত্থাপিত সুপারিশমালা পরবর্তী আইকাও'র সাধারণ সভায় উত্থাপিত হবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ৫ দিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করবেন।