গাজায় ৪২৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল
গাজায় রোববার সকালেও আক্রমণ অব্যাহত রেখেছে ইসরাইল।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গাজায় বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে ইসরাইলি বিমানবাহিনীর তীব্র হামলার মধ্যেই ইসরাইলের ভেতরে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজায় ইসরাইলের হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অব্যাহত বিমান হামলায় গাজা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিমান হামলায় বিধ্বস্ত ভবনের কারণে বন্ধ হয়ে আছে গাজার প্রধান সড়ক। গাজায় রোববার সকালেও আক্রমণ অব্যাহত রেখেছে ইসরাইল।
ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, হামাসের ব্যবহৃত ১০টি টাওয়ারসহ ইসরাইলের বাহিনী ৪২৬টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। গাজা শহরের কেন্দ্রস্থলে আল ওয়াতান ভবন ও আল আকলক ভবনে হামলা হয়েছে বলে গাজার এক বাসিন্দা জানিয়েছেন। অঞ্চলটিতে বর্তমানে ইন্টারনেট সংযোগও আংশিক বিচ্ছিন্ন।
ইসরাইলি শহরগুলোতে অবস্থান নেওয়া হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি বাহিনী এখন সম্মুখ লড়াইয়ে লিপ্ত রয়েছে। এ লড়াইয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। চারশরও বেশি হামাস যোদ্ধাকে হত্যার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করার দাবিও করেছে ইসরাইল। এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে হামাসের কিছু সদস্যকেও হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি।
রোববার তিনি টাইমস অব ইসরাইলকে বলেছেন, ‘এ মুহূর্তে সেনারা কাফার আজায় লড়াই করছে, শহরের বড় অংশজুড়ে তল্লাশি অভিযান চলছে। আইডিএফের সেনারা শহরের সব জায়গায় আছে। এমন কোনো শহর নেই যেখানে আইডিএফের সেনারা নেই।’
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি হামলায় দক্ষিণে রাফাহ থেকে উত্তরে বেইট হানুন (ইসরাইলিদের কাছে এরেজ নামে পরিচিত) এলাকা পর্যন্ত বেশ কয়েকটি শহরে বাড়িঘর ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ।