গাজীপুরে ফিলিং স্টেশনে দগ্ধ আরও একজনের মৃত্যু
আজ সোমবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রথম নিউজ, ঢাকা: গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ পারভেজ (৩১) মারা গেছেন।
আজ সোমবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি বলেন, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) পারভেজের মৃত্যু হয়। তার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মিঠু নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল। আরো তিনজনের চিকিৎসা চলছে। তদের অবস্থাও আশঙ্কাজনক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews