খাজা টাওয়ারে আগুন: তারে ঝুলে নামার সময় নিচে পড়ে নারীর মৃত্যু
গতকাল বিকাল পৌনে পাঁচটার দিকে মহাখালীর আমতলী এলাকার ১৪তলা ওই ভবনের ১৩ তলায় আগুন লাগে।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুনের ঘটনায় হাসনা হেনা (২৭) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, খাজা টাওয়ারে আগুন লাগার পর ওই নারী ইন্টারনেটের তারে ঝুলে নামার সময় ছিটকে নিচে পড়ে যান। গতকাল বিকাল পৌনে পাঁচটার দিকে মহাখালীর আমতলী এলাকার ১৪তলা ওই ভবনের ১৩ তলায় আগুন লাগে। নিহত হাসনা ওই ভবনের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দুইজন নারীকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাদের মধ্যে একজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি ভবন থেকে নামতে গিয়ে পড়ে আহত হয়েছিলেন। দ্রুত তাকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়।
মেট্রোপলিটন হাসপাতালের অভ্যর্থনায় দায়িত্বরত আরিফুল ইসলাম বলেন, হাসনা হেনা নামের এক নারীকে সন্ধ্যায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসনা হেনা খাজা টাওয়ারে ‘রেস অনলাইন লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে সেলস ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।