করোনার সব ভ্যারিয়েন্টের জন্য একই ভ্যাকসিনে আশাবাদী নন সারাহ গিলবার্ট

তার মতে, তারা যে ভ্যাকসিন তৈরি করেছেন সেটি কেবল নির্দিষ্ট স্পাইক প্রোটিনে কাজ করে

করোনার সব ভ্যারিয়েন্টের জন্য একই ভ্যাকসিনে আশাবাদী নন সারাহ গিলবার্ট
করোনার সব ভ্যারিয়েন্টের জন্য একই ভ্যাকসিনে আশাবাদী নন সারাহ গিলবার্ট

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : করোনার সব ভ্যারিয়েন্টের জন্য একই ভ্যাকসিনে আশাবাদী নন এর প্রতিরোধক টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র সহ-উদ্ভাবক সারাহ গিলবার্ট। তার মতে, তারা যে ভ্যাকসিন তৈরি করেছেন সেটি কেবল নির্দিষ্ট স্পাইক প্রোটিনে কাজ করে। অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। ভাইরাসকে অবরুদ্ধ করলেও প্রবেশে বাধা দেয়ার সুযোগ নেই। গতকাল বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ঢাকা লিট ফেস্টের দ্বিতীয়দিনে আয়োজিত এক সেশনে এসব কথা বলেন তিনি। বিজ্ঞানী সেঁজুতি সাহার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পাটের জিন আবিষ্কারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাসিনা খান এবং গবেষক প্রফেসর ইয়াসমিন হক। এ সময় সারাহ গিলবার্ট ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগের ওপর জোর দেন। বলেন, স্পাইক প্রোটিন বিভিন্ন ভ্যারিয়েন্টে বদলায়। সব ভ্যারিয়েন্টের জন্য একই ভ্যাকসিন তৈরি করতে গেলে হয়তো আমাদের ভাইরাসের মূলে যেতে হবে। আমার  কাছে এটি অসম্ভব মনে হয়।

নিজের অভিজ্ঞতা উল্লেখ করে এ গবেষক বলেন, আমি ক্যারিয়ার অ্যাডভাইজ দিয়ে উপকৃত করতে চাই। আমি কর্মজীবনের শুরুতে যখন গবেষণা শুরু করতে চাই, তখন স্বাধীনভাবে গবেষণার জন্য অর্থায়ন করার মতো কাউকে পাইনি। এটার একটি কারণও আছে। পিএইচডি করার পরও আমার কারও অধীনে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা ছিল না। তাই আমাকে নিজের অর্থায়ন নিজেরই জোগাড় করতে হয়েছিল। তাই বলবো, সফলতা ধীরে ধীরে আসতে পারে। কিন্তু তার মানে এই না যে যাত্রাটি উপভোগ করা যাবে না। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে যখন যেটার প্রতি আগ্রহ থাকবে, যেটার জন্য কঠিন সাধনা করার ইচ্ছা থাকবে, সেই বিষয়ের প্রতি আগ্রহ থাকা উচিত। এমন কোনো বিষয় এটা ভেবে নির্বাচন করা উচিত হবে না যে, এটি পড়ে পাস করলে অনেক টাকা কামানো যাবে। সেটাই নির্বাচন করবেন, যেটার প্রতি আপনার অসীম আগ্রহ। অতীতের সঙ্গে এখনকার সময়ে অনেক ফারাক উল্লেখ করে সারাহ আরও বলেন, আগে টেস্ট কিট ছিল না, এখন আছে। পরীক্ষার সময় কমে এসেছে। আমরা এখন চিন্তা ও এনালাইসিস করার জন্য অনেক সময় পাই। আগে পরীক্ষায় শুধু অনেক সময় চলে যেতো।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom