কোম্পানীগঞ্জে বিএনপি নেতার মৃত্যু

কোম্পানীগঞ্জে বিএনপি নেতার মৃত্যু

প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জয়নাল আবেদিন দুলাল (৫২) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বসুরহাট বাজারের কলেজ রোডে এ ঘটনা ঘটে। তিনি নোয়াখালী জেলা বিএপির সহ-প্রচার সম্পাদক এবং বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা আবদুল মতিন লিটন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে দোকান খোলেন জয়নাল আবেদিন। ১০টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিকেল ৫টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

জয়নাল আবেদিন দুলালের মৃত্যুতে স্থানীয় বিএনপির পক্ষে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার।