ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ ভোট বর্জনের মধ্য দিয়ে জনগণ আ.লীগকে সতর্ক সংকেত দিয়েছে
প্রথম নিউজ, ঢাকা : ভোট বর্জন করে জনগণ আওয়ামী লীগকে সতর্ক সংকেত দিয়েছে। নতুন উদ্যমে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে হবে বলে জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ।
সোমবার (৮ জানুয়ারি) ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ও সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান এক বিবৃতিতে এ কথা বলেন।
তারা বলেন, ভোট বর্জন করে জনগণ আওয়ামী লীগকে সতর্ক সংকেত দিয়েছে। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করে প্রমাণ করলো জনগণের অধিকার প্রতিষ্ঠায় জনগণ আজ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তারা বলেন, সংসদ নির্বাচনের ফল বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এই ফল দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তাই এই নির্বাচনের ঘোষিত ফলাফলের ওপর নির্ভর করে সরকার গঠনের নৈতিক অধিকার কারও নেই। সরকারের জবরদস্তি, ভয়ভীতি ও লোভ-লালসা উপেক্ষা করে অধিকাংশ দেশবাসী ভোট বর্জন করায় তাদের অভিনন্দন। জনমত উপেক্ষা করে সরকার গঠিত হলে রাজনৈতিক সংকট তীব্র হবে।