আশুলিয়ার পোশাক কারখানায় আগুন
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
প্রথম নিউজ, সাভার : সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরাবর মাস্টারবাড়ী এলাকায় বাবু-পাপ্পু নিটওয়্যার লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারখানাটিতে নিট জাতীয় গার্মেন্ট তৈরি করা হতো বলে জানা গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিনায়াতুল হক দিনা বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।