আজও অফিস, ব্যাংক ও আদালত চলবে ১১-৩টা পর্যন্ত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবারও কারফিউ শিথিল থাকছে।

আজও অফিস, ব্যাংক ও আদালত চলবে ১১-৩টা পর্যন্ত

প্রথম নিউজ, অনলাইন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবারও কারফিউ শিথিল থাকছে। এদিন ১০টা থেকে ৫টা পর্যন্ত শিথিল থাকবে। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস, ব্যাংক ও আদালত চলবে। গতকাল বুধবারও কারফিউ শিথিল ছিল।

  এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার ও বৃহস্পতিবার কারফিউ বহাল থাকার ঘোষণা করে সরকার। তবে কারফিউ ১০টা থেকে ৫টা পর্যন্ত শিথিল থাকবে। এদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ব্যাংকও চলবে ১১টা থেকে ২ টা পর্যন্ত। কোটা বিরোধী আন্দোলনের কারণে দেশে চলমান কারফিউ’র মধ্যে নির্বাহী আদেশে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সারাদেশে বিক্ষোভ ও সংঘর্ষে ১৯৭ জন নিহত হয়েছেন। এসময় দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর গত শুক্রবার রাত ১২ টা থেকে সারাদেশে কারফিউ জারি করা হয়।