আজও অফিস, ব্যাংক ও আদালত চলবে ১১-৩টা পর্যন্ত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবারও কারফিউ শিথিল থাকছে।
প্রথম নিউজ, অনলাইন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবারও কারফিউ শিথিল থাকছে। এদিন ১০টা থেকে ৫টা পর্যন্ত শিথিল থাকবে। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস, ব্যাংক ও আদালত চলবে। গতকাল বুধবারও কারফিউ শিথিল ছিল।
উল্লেখ্য, গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সারাদেশে বিক্ষোভ ও সংঘর্ষে ১৯৭ জন নিহত হয়েছেন। এসময় দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর গত শুক্রবার রাত ১২ টা থেকে সারাদেশে কারফিউ জারি করা হয়।