আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে: ফায়ার সার্ভিস

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম নামের বেসরকারি কনটেইনার ডিপোর আগুন এখনও পুরোপুরি নেভেনি। কন্টেইনার ডিপো থেকে আগুনের ধোঁয়া ধারাবাহিকভাবে বের হচ্ছে।

আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে: ফায়ার সার্ভিস

প্রথম নিউজ, চট্রগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম নামের বেসরকারি কনটেইনার ডিপোর আগুন এখনও পুরোপুরি নেভেনি। কন্টেইনার ডিপো থেকে আগুনের ধোঁয়া ধারাবাহিকভাবে বের হচ্ছে। গত শনিবারের বিস্ফোরণের ঘটনার পর নিরলস চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনীও। কিন্তু, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিপোর ভেতরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-পরিচালক আনিসুর রহমান।

জানা গেছে, বিএম ডিপোর পশ্চিম অংশে কয়েকটি কনটেইনারে আগুন জ্বলছে। তা ছাড়া আশপাশের আরও কয়েকটি কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বিশেষ যন্ত্রের সাহায্যে ওপর থেকে এসব কনটেইনারে পানি ছিটাচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। রাসায়নিক মিশ্রিত পানি যাতে সমুদ্রে ছড়িয়ে না পড়ে সেজন্য সেনা সদস্যেরা কাজ করছেন।

একটি গাড়ির পানি শেষ হলে আরেকটি পাঠানো হচ্ছে। ডিপোর ফটকের সামনে অবস্থান করছে পুলিশের একটি দল। রয়েছে কড়া নিরাপত্তা। ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, ‘আমরা এখনও আগুন নেভানোর কাজ করছি। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে। বিভিন্ন কনটেইনারে এখনও আগুন জ্বলছে, ধোঁয়া বের হচ্ছে। আমরা সাবধানতার সঙ্গে সেগুলোতে পানি দিচ্ছি। আর, যেসব কনটেইনার আগুনে ক্ষতি হয়নি, সেগুলো নিরাপদে সরিয়ে নিচ্ছি।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়—আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিনির্বাপণ কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডিপোর সবগুলো শেডের ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান শুরু করা যায়নি। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মীদের আশঙ্কা—আশপাশে থাকা কনটেইনারগুলোতে রাসায়নিক না থাকলে হয়তো আগুন আর বেশি ছড়াবে না। কিন্তু, রাসায়নিক থাকলে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। এসব কনটেইনারে রাসায়নিক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) সুমন বণিক বলেন, ‘আগুন জ্বলছে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়াও উঠছে।’

এর আগে চট্টগ্রামে সীতাকুণ্ডের বিএম ডিপোতে গত শনিবার রাত  ৯টার দিকে আগুন লাগার পর ১১টার দিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্ধশত মানুষ নিহত এবং প্রায় চার শতাধিক আহত হন। ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রাসায়নিক দ্রব্য বিস্ফোরণের কারণে বারবার বিস্ফোরিত হয় কনটেইনার। আগুনের তীব্রতার কারণে প্রথম দিকে কাছেও ঘেঁষতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom