আখেরি মোনাজাতে এসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই মুসল্লির

 আখেরি মোনাজাতে এসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই মুসল্লির

প্রথম নিউজ, ঢামেক প্রতিবেদক:  বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আসার পথে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী মো. জনি (১৮) ও সোহেল (৪০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তারা হলেন, মো. জাহিদ হাসান (১৮), মো. নজরুল ইসলাম (৫০), মো. ইকবাল হোসেন ভুইয়া (৫০) ও মো. জিসান (১৯)।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত চারজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা সবাই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য টঙ্গী বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে রওয়ানা হই। আসার পথে একটি ট্রাক আমাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ছয়জন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই দুজন মারা যান। নিহত দুজনের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর থানার দক্ষিণ সাধারণ চর গ্রামে।‘

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।