আইনজীবী সহকারী সমিতির সম্পাদককে বিএনপি নেতার মারধর

আইনজীবী সহকারী সমিতির সম্পাদককে বিএনপি নেতার মারধর

প্রথম নিউজ, অনলাইন:  বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমকে মারধরের অভিযোগ উঠেছে সবুজবাগ থানার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান খান লিটনের বিরুদ্ধে। গত ৮ মার্চ রাজধানীর ১০/১ রাজারবাগের নিজ বাসার সামনেই মারধরের শিকার হন খোরশেদ আলম। 

ভুক্তভোগীর স্ত্রী রুবি আলম অভিযোগ করে বলেন, কিছুদিন আগে এলাকাবাসী স্বাক্ষর করে পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনারকে রাজারবাগ এলাকার রাস্তায় ভ্যান না বসানোর জন্য আবেদন করেন। এতে আমার স্বামীরও স্বাক্ষর ছিল।
এ কারণে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা লিটন ও তার সহযোগী যুবদল নেতা রয়েল, পলাশ, মামুন, সোভাসহ অন্তত ৩০-৪০ জন আমার স্বামী ও ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করে। এখন আমার স্বামী বিছানা থেকে উঠতে পারে না। আমি বিচার চাই।

জানা গেছে, রাজারবাগ এলাকায় রাস্তার মধ্যে ভ্যান বসিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে।
সবুজবাগ থানা পুলিশের সহযোগিতায় রাজারবাগ এলাকার রাস্তায় ভ্যান বসানো বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে লিটন।
 

এ বিষয়ে বক্তব্য নিতে বিএনপি নেতা লিটনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়। 

এদিকে একই দিন বিএনপি নেতা লিটনের প্রধান সহযোগী পলাশ স্থানীয় যুবদলকর্মী আরিফুল ইসলামকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরিফুল ইসলাম।