অর্থ পাচার মামলায় গ্রেপ্তার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করা হলো দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে

অর্থ পাচার মামলায় গ্রেপ্তার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী
অর্থ পাচার মামলায় গ্রেপ্তার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করা হলো দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবারই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তারের পেছনে ভারতের শাসক দল বিজেপির হাত দেখছে তার দল আম আদমি পার্টি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে জানানো হয়, আগে থেকেই সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ছিল। তার বিরুদ্ধে ভারতের অর্থ পাচার প্রতিরোধ আইন ‘পিএমএলএ’-র অধীনে মামলা রয়েছে। বেআইনি অর্থ লেনদেনের অভিযোগে এর আগেও তার বাড়ি ও অফিসে অভিযানও চালিয়েছে ইডি। গত ৫ই এপ্রিল তার ও তার পরিবারের নামে থাকা প্রায় ৫ কোটি রূপির সম্পদ বাজেয়াপ্ত করা হয়। 

সত্যেন্দ্রকে গ্রেপ্তার নিয়ে এরইমধ্যে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টি। দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া বলেন, বিজেপি তাকে গ্রেপ্তার করেছে যাতে তিনি হিমাচলে প্রচারণা চালাতে যেতে না পারেন। বিজেপি বুঝে গেছে তারা হিমাচল হারাতে চলেছে।
বিজ্ঞাপন
গত ৮ বছর ধরে এই ভুয়া মামলার তদন্ত করে চলেছে ইডি। এখন পর্যন্ত সত্যেন্দ্রর বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি। এমনকি বহু বছর তার সঙ্গে যোগাযোগও করেনি ইডি। কিন্তু তাকে যখন হিমাচলে আম আদমি পার্টির নির্বাচনি প্রচারণার দায়িত্ব দেয়া হলো, তখনই ইডি আবারও তদন্ত শুরু করলো।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom