সেপটিক ট্যাংকে ৬ টুকরা মরদেহ: নিহতের স্ত্রীসহ ইমামের বিচার শুরু
রবিবার (২১ মে) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদের আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ যুবকের ছয় টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ভুক্তভোগী আজহারের স্ত্রী আসমা আক্তার ও মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের বিচার শুরু হয়েছে।
রবিবার (২১ মে) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদের আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠন শুনানি শুরু হয় তাদের উপস্থিতিতে। শুনানিতে আইনজীবী তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি প্রার্থনা করেন। অন্যদিকে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করেন।
মামলার সূত্রে জানা যায়, দক্ষিণখানের সরদারবাড়ি জামে মসজিদে ৩৩ বছর ইমামতি করেন মাওলানা মো. আব্দুর রহমান। নিহত আজহারের ছেলে আরিয়ান মসজিদটির মক্তবে পড়াশোনা করতো। আজহারও তার কাছে কুরআন শিক্ষা গ্রহণ করতেন। এই সুবাদে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল। এমনকি আজহারের স্ত্রীর প্রতি আগ্রহ ছিল আব্দুর রহমানের। বিষয়টি জানার পর ২০২১ সালের ১৯ মে আব্দুর রহমানকে নিষেধ করতে মসজিদে যান আজহার। এ সময় আব্দুর রহমানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজহারের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আব্দুর রহমান। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যার ঘটনা ধামাচাপা দিতে মরদেহ ছয় টুকরা করে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। এরপর সে মসজিদে নিজের রুমেই অবস্থান করছিল। এ ঘটনায় নিহতের ভাই হাসান বাদী হয়ে দক্ষিণ খান থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত ২৩ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ফারুক মিয়া আদালতে চার্জশিট দাখিল করেন।